সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শতভাগ পাসের সাফল্য
- ০১ আগস্ট ২০২৩, ০০:০৫
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে রাজধানীর ‘সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ’ বরাবরের মতো এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটির মালিবাগ, বারিধারা, মিরপুর ও উত্তরা শাখার সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মাঝে দু’একটি ব্যতিক্রম ছাড়া সূচনা থেকে প্রায় ২১ বছর এই ধারা অব্যাহত রয়েছে এখানে। এ বছরও সাউথ পয়েন্টের বাংলা ও ইংরেজি মাধ্যমে সর্বমোট ৫৮২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে। পাসের হার ১০০% বা শতভাগ। তন্মধ্যে জিপিএ-০৫ পেয়েছে ৩৮০জন। বিজ্ঞান বিভাগের ৪৫১ জন পরীক্ষার্থীর ৩৩৮ জনই জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার ৭৫%, এদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৩১জনের ৪২ জন জিপিএ-৫ পেয়েছে।
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান শিক্ষানুরাগী প্রকৌশলী এম এ রশিদ শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সংখ্যা নয়, বরং গুণগত মানোন্নয়নের ব্যাপারে অধিকতর যতœবান। আর এই আদর্শের ধারক হয়েই সাউথ পয়েন্টের সব শিক্ষক ও সংশ্লিষ্ট সবাই নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার পরিপ্রেক্ষিতেই আজকের এই ফলাফল তথা ধারাবাহিক এই সাফল্য। তিনি ৫৮২ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১১ জন ছাড়া সকল শিক্ষার্থীদের জিপিএ ৪ ও ৫ অর্জনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সাউথ পয়েন্টের শিক্ষার্থীদের একাডেমিক ভালো ফলাফলের পাশাপাশি খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতায়ও জাতীয়-আন্তর্জাতিক ধারাবাহিক সাফল্য অর্জনের ব্যাপারটিও তুলে ধরেন। নৈতিক, আদর্শিক তথা সৃজনশীল শিক্ষাদানের প্রত্যয়ে ২০০২ সালে মাত্র ২০০ ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে এখন প্রায় ১৭ হাজার ছাত্র-ছাত্রী এখানে পড়ালেখা করছে। এখানে প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্বে আছেন ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিসেস হামিদা আলী। বাংলা মাধ্যম, ইংরেজি ভার্সন ও ইংরেজি মাধ্যমের এই প্রতিষ্ঠানটির মালিবাগ, বারিধারা, বনানী, মিরপুর, উত্তরা ও ধোলাইপারসহ মোট ছয়টি শাখা রয়েছে। বারিধারায় আট বিঘা জমিতে তৈরি করা হয়েছে এর স্থায়ী ক্যাম্পাস। মালিবাগেও ছয় বিঘা জমিতে তৈরি করা হচ্ছে স্থায়ী ক্যাম্পাস। উত্তরায়ও নেয়া হয়েছে সাত বিঘা জমি। এভাবে সব শাখায় নির্মাণ করা হবে মাঠ সম্বলিত স্থায়ী ক্যাম্পাস।